ধাঁধা
১) আকাশ ধুমধুম পাতালে কড়া, ভাঙ্গল হাঁড়ি লাগল জোড়া।
উত্তর: মেঘের ডাক ও বিজলী
২) নয়া জামাই গোসল করে,
টুপি থাকে মাথার পরে।
একশ কলস পানি দাও তবু শুকনা তার গাও।
উত্তর: কচু গাছ।
৩) ফুল নাই ফল নাই পাতা তবু খায়! কী সেটা?
উত্তর: পান।
৪) ডাঁটে বাবু হাটে যায়
একশো একটা জামা গায়!
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.