সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী বলার তুমি কে: যুক্তরাষ্ট্রকে রুহানি

    ‘রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী বলার তুমি কে’: যুক্তরাষ্ট্রকে রুহানি

    ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিশ্বে সন্ত্রাসবাদের আসল হোতা যুক্তরাষ্ট্র।ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ডকে যুক্তরাষ্ট্র ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার পর দিন মঙ্গলবার রুহানি এ মন্তব্য করেন।যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, ‘রেভল্যুশনারি গার্ডকে সন্ত্রাসী বলার তুমি কে?’

    রুহানি বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠার পর থেকে শুরু করে এখন পর্যন্ত এই ফোর্স সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে।বিপরীত দিকে রুহানি মার্কিন বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ তোলেন। তার ভাষ্য, মার্কিন বাহিনী প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসবাদের সঙ্গে সবসময়ই জড়িত।যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের প্রেসিডেন্ট বলেন, তোমরা এই অঞ্চলের দেশগুলোর বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাও। তোমরাই বিশ্ব সন্ত্রাসবাদের নেতা।ইরানের প্রেসিডেন্ট বলেন, উগ্রবাদী জিহাদি সংগঠনগুলোর নেতাদের পুষছে যুক্তরাষ্ট্র। এমনকি তারা এখন আইএসের নেতাদের লুকিয়ে রাখছে।আইএসের নেতারা কোথায় লুকিয়ে আছেন, তা আঞ্চলিক সরকারগুলোকে বলতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !