সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ফুটবল টুর্নামেন্টের পুরস্কার জ্যান্ত হরিণ ঘোষণা, অতঃপর...

    ফুটবল টুর্নামেন্টের পুরস্কার জ্যান্ত হরিণ ঘোষণা, অতঃপর...

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রহিমেরপাড়া গ্রামে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন নিয়ে সেখানে বেশ সাড়া ফেলেছে। আর এর কারণ, প্রথম পুরস্কার ঘোষণা করা হয়েছে একটি জ্যান্ত হরিণ। শুধু তাই নয়, এলাকাবাসীর উদ্দেশ্যে আয়োজিত ওই টুর্নামেন্টে বাকি তিনটি পুরস্কারেও প্রাণী রাখা হয়েছে। দ্বিতীয় পুরস্কার একটি জ্যান্ত ঘোড়া, তৃতীয় ও চতুর্থ পুরস্কার যথাক্রমে একটি খাসি ও একটি ভেড়া রাখা হয়েছে।তবে ঘোড়া, খাসি কিংবা ভেড়া নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে জ্যান্ত হরিণটি নিয়ে। যদিও এভাবে হরিণ পুরস্কার ঘোষণা আইনসম্মত নয় বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। অবশ্য এলাকাবাসী বলছে, ১৫ দিন আগে গ্রামের লোকেরা সীমান্তের ওপার থেকে আসা একটি হরিণ আটকে রাখেন। এরপর এই হরিণকেই প্রথম পুরস্কার ঘোষণা দিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে।

    হরিণ পুরস্কার দেয়া নিষিদ্ধ এটা জানতেন বলে জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মো. ছামির আলী। তিনি বলেন, আটকে রাখা হরিণটি নিয়ে তারা কী করবেন বুঝতে পারছিলেন না। এ জন্য একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। কিন্তু হরিণ পুরস্কার দেয়া নিষিদ্ধ, সেটি তারা জানতেন না।খবর পেয়ে সোমবার বিকালে ওই গ্রামে গিয়ে হরিণটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের দোয়ারাবাজার উপজেলা বিট কর্মকর্তা সালাহ উদ্দিন। তিনি বলেন, গ্রামের লোকজন হরিণটি প্রথমে দিতে রাজি হননি। পরে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বললে তারা সেটি দিতে রাজি হন। রাতেই হরিণটি সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

    বন বিভাগের সুনামগঞ্জ জেলা রেঞ্জ কর্মকর্তা মো. ফখরুল ইসলাম খান বলেন, খেলায় এভাবে হরিণ পুরস্কার দেয়া কোনোভাবেই আইনসম্মত নয়। ওই গ্রামে হরিণটি আটকের পর প্রথমে আমাদের কেউ জানায়নি। পরে জানতে পেরে আমরা সেটি উদ্ধার করি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !