সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই স্বাধীনতাকামী নিহত

    kash-kill

    জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে দুই স্বাধীনতাকামী নিহত হয়েছে বলে জানিয়েছে। পুলিশ জানায়, শনিবার (১৩ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাশ্মীরের সোপিয়ান জেলার একটি গ্রামে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।এসময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালায় স্বাধীনতাকামী। পুলিশও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। দুই পক্ষের গোলাগুলির এক পর্যায়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুইজন পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মোহম্মদের সদস্য বলে দাবি নিরাপত্তা বাহিনীর। 

    তবে তা কি সাজানো হত্যা বা পুলিশ ইনকাউন্টার কিনা তা নিশ্চিত হওয়া যায় নি। এসময় বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। গেল ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামায় সি.আর.পি.এফ-এর গাড়ি বহরে অাত্মঘাতি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ জন সদস্য নিহত হয়। পরে ওই হামলার দায় স্বীকার করে জইশ-ই মোহাম্মদ। এরপরই অঞ্চলটিতে সন্ত্রাস-বিরোধী অভিযান জোরদার করে নিরাপত্তা বাহিনী।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !