শ্রীলঙ্কায় হতাহতদের মধ্যে বাংলাদেশি আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিভিন্ন গির্জা ও পাঁচ তাঁরা হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০০ জন।তবে হতাহতদের মধ্যে বাংলাদেশি কোনো নাগরিক আছে কিনা সে ব্যাপারে রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছেন শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার।জানা গেছে, রবিবার সকালে ইস্টার সানডে-এর প্রার্থণা চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজধানী শহর কলম্বোর কচ্চিকাডের সেন্ট অ্যান্থনি গির্জা, নিগাম্বোর সেন্ট সিবাস্তিয়ান গির্জা ও কাটানা শহরের কাটুওয়াপিটিয়ার একটি গির্জায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর শাংরি লা হোটেল, সিনামন গ্রান্ড ও কিংসবুরি পাঁচ তাঁরা হোটেলেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সবগুলো বিস্ফোরণের ঘটনা একই সময়ে ঘটেছে বলে জানা গেছে। উল্লেখ্য, খ্রিস্টধর্মে বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ একটি দিন ইস্টার সানডে। এই দিনে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন।
সূত্র- কলম্বো টেলিগ্রাফ, ইন্ডিয়া টুডে ও এনডিটিভি
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.