সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    একতা কাপুরের অফার ফিরিয়ে দিলেন কাশ্মীরি তরুণী

    একতা কাপুরের অফার ফিরিয়ে দিলেন কাশ্মীরি তরুণী
    বলিউডের এই নায়িকা বিকিনিতে বেশ স্বচ্ছন্দ। তা নাকি মুখ দেখে বোঝাই যায় না। তিনি ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন দীর্ঘ ইনিংস খেলবেন বলেই, বলি মহলে কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই।প্রযোজক ও সহকারী পরিচালক হিসাবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এই নায়িকা। ছোট পর্দায় কাজ করতেন প্রথমে।মডেলিংও করতেন প্রচুর। একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনী ছবিতে কাজও করেছেন। তবে হিন্দির ‘সাস-বহু’ ধারাবাহিকে কখনওই কাজ করতে চাননি তিনি। বেশ কয়েকটি বলিউড ম্যাগাজিন বলছে, তিনি নাকি একতা কাপুরের ধারাবাহিকে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন।

    অঙ্গীরা ধর নামে এই বলিউড নায়িকা জন্মেছেন কাশ্মীরের শ্রীনগরে। রক্ষণশীল পরিবার থেকে বলিউডে প্রবেশ খুব সহজ ছিল না অঙ্গীরার পক্ষে।মুম্বাইয়ের জেভিয়ার্স ইনস্টিটিউট অব কমিউকেশন থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন তিনি।বলিউডে তিনি জনপ্রিয়তা অর্জন করেন এ সময়ের অন্যতম সেরা অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে আপত্তি ছিল না বলেই জানান তিনি।তিনি চিত্রনাট্যও লিখেছেন। ছবি সম্পাদনার কাজও জানেন। একটা প্রোডাকশন নাকি একাই সামলে দিতে পারেন তিনি।নেটফ্লিক্সের ওয়েবফিল্ম ‘লাভ পার স্কোয়ার ফিট’-এ জনপ্রিয়তা পান তিনি। এর পরে আও বেশ কয়েকটি সিরিজে কাজও করেছেন।

    ২০১৩ সালে ‘এক বড়া আদমি’ নামে একটি ছবিতে অভিনয় করেন অঙ্গীরা। চলতি বছর সেপ্টেম্বরে বিদ্যুত জামওয়ালের সঙ্গে কমান্ডো ৩ ছবিতে দেখা যাবে তাকে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !