দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ১ কোটি
বাংলাদেশের ডায়াবেটিস রোগটি মহামারী আকার ধারণ করেছে। বর্তমানে দেশে এ রোগীর সংখ্যা এক কোটি। এর সঙ্গে প্রতি বছর নতুন করে আরও এক লাখ রোগী যোগ হচ্ছে। ডায়াবেটিস রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। শুধুমাত্র অসচেতনতার অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। দেশে প্রথমবারের মতো ডায়াবেটিস মেলা আয়োজন উপলক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডায়াবেটিস মেলার প্রধান সমন্বয়ক ডা. ফজলে রাব্বি খান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
বক্তারা বলেন, রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশনের আগামী ১১ এপ্রিল দুপুর ২টা থেকে শুরু হবে ডায়াবেটিস মেলা। চলবে আগামী ১৩ এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত।তিন দিনব্যাপী এ মেলা সবার জন্য উক্ত ১১ এপ্রিল দুপুর ২টায় মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।মেলায় মোড় ১৪টি সেশনে ২৫টি বিষয়ের ওপরে প্রায় ৫০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সরাসরি আলোচনা করবেন। এছাড়া ডায়াবেটিসে ব্যবহৃত বিভিন্ন প্রয়োজনীয় ডিভাইসের কার্যকরী ব্যবহার হাতে-কলমে শেখানো হবে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.