সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    হাঙরকেও সংঙ্গীতের মাধ্যমে পোষ মানানো সম্ভব !

    হাঙরকেও পোষ মানানো সম্ভব!
    ফাইল ছবি
    হাঙর যে মাংসাশী তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে মানুষের মাংস খেতে তারা খুবই পছন্দ করে। তবে এই ভয়ানক প্রাণী সম্পর্কে এবার এক অদ্ভুত তথ্য জানালেন গবেষকরা। অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি ইউনিভার্সিটি-র ক্যাটরিনা ভিলা-পোওকা ও তার দল জানিয়েছেন যে, হাঙররা সঙ্গীতের সঙ্গে সঙ্গে দিক নির্দেশ বুঝতে পারে। এবং সঠিক প্রশিক্ষণের মাধ্যমেই তা সম্ভব।
    এ ব্যাপারে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ম্যাককোয়ারি ইউনিভার্সিটির গবেষকরা ‘পোর্ট জ্যাকসন’ নামে এক হাঙর শাবককে রীতিমতো মিউজিক চালিয়ে প্রশিক্ষণ দিয়েছেন। এখন জ্যাজ মিউজিক চালালেই সে ঠিক সেই জায়গাতেই পৌঁছে যায় যেখানে খাবার পাওয়া যায়। কিন্তু, অদ্ভুতভাবে অন্য ধরনের সুর বাজালে পোর্ট জ্যাকসন কিছুতেই বুঝতে পারে না তাকে কোথায় যেতে হবে।
    এদিকে ‘অ্যানিমাল কগনিটো’ নামে একটি জার্নালে প্রকাশিত ক্যাটরিনা ভিলা-পোওকার গবেষণা জানাচ্ছে, শব্দের সঙ্গে কোনো একটি কাজের সম্পর্ককে খুব ভাল করে বুঝতে পারে হাঙররা। শর্ত একটাই, প্রতিটি ‘অ্যক্টিভিটি’র পরেই তাদের মনের মতো খাবার দিতে হয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !