সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    টাকা ছুঁয়ে দেখার ইচ্ছা, ব্যাংক থেকে ৬৯ কোটি টাকা তুললেন শিল্পপতি!

    টাকা ছুঁয়ে দেখার ইচ্ছা, ব্যাংক থেকে ৬৯ কোটি টাকা তুললেন শিল্পপতি!

    নাইজেরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। শুধু নাইজেরিয়া নয়, গোটা আফ্রিকায় তার চেয়ে ধনী কেউ নেই। সেই কারণে তার ভেতর কাজ করে নানা ধরণের খামখেয়ালিপনা। বলছিলাম নাইজেরিয়ার সবচেয়ে ধনী শিল্পপতি অ্যালিকো ডাঙ্গোটের কথা।নিজেকে বিত্তশালী ভাবতে কে না ভালবাসবেন। সেই রোগ বোধহয় ডাঙ্গোটেরও আছে। তাই নিজের অ্যাকাউন্ট থেকে ৬৯ কোটি ২৩ লাখ ১০,০০০ টাকা তুলে আবারও প্রমাণ করলেন তিনি এখনও ধনীদের তালিকায় শীর্ষেই রয়েছেন। 

    নাইজেরিয়ার বাজার বলা যায় তার দখলে। সিমেন্ট থেকে ময়দা সবই তৈরি করে তার নিজের সংস্থা। নিজের এই কাজ নিয়ে অদ্ভুত যুক্তি দিয়েছেন তিনি। ডাঙ্গটে বলেছেন, "সকলে ধনী বলে বলেই যে আমি ধনী হয়ে গেলাম তা নয়। মাঝে মাঝে নিজের টাকা পয়সা ছুঁয়ে দেখতে ইচ্ছা করে।" তিনি আরও জানান, বেশ কয়েকবছর আগে (‌তখনও তিনি দেশের সবচেয়ে ধনী শিল্পপতি ছিলেন)‌ নিজের অ্যাকাউন্ট থেকে ১ কোটি টাকা বের করেছিলাম। সেগুলো ভাগ করে নিজের গাড়ির মধ্যে এবং নিজের ঘরে রেখেছিলাম। তারপর সেগুলি ছুঁয়ে স্পর্শ করে ভাবতে ভাল লাগত আমার টাকা আছে।’‌ ডাঙ্গটে আসলে আত্মতৃপ্তির রোগে ভোগেন। সে কারণেই মাঝে মাঝে এমন কাজ করে থাকেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !