সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    দীর্ঘদিনের বন্ধুত্বকে সম্পর্কে রূপ দিচ্ছেন মমিনুল!

    দীর্ঘদিনের বন্ধুত্বকে সম্পর্কে রূপ দিচ্ছেন মমিনুল

    বুধবার হয়ে গেল বাংলাদেশ দলের টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান মুমিনুল হকের গায়েহলুদ পর্ব। আগামীকাল (শুক্রবার) ঢাকার মিরপুরের পিএসসি কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জীবন সঙ্গীকে ঘরে তুলবেন মুমিনুল।বিয়ের পর আগামী মাসে মুমিনুলের গ্রামের বাড়ি কক্সবাজারে বৌভাতের আয়োজন করা হবে।গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন মমিনুল। সতীর্থদের মধ্যে বিয়ের আমন্ত্রণ কার্ড বিলি করে গেলেন।

    এদিকে বউকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলতে গিয়ে ডিপিএলের ১৯ তারিখের ম্যাচটি খেলতে পারছেন না মমিনুল।এদিন ডিপিএলের সুপার লিগের ম্যাচে খেলবে তার দল রূপগঞ্জ। যদিও ম্যাচটির তারিখ পরিবর্তনের জন্য সিসিডিএমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ মাহমুদকে অনুরোধ করেছিলেন মুমিনুল। তবে হবু বরের সে অনুরোধ রাখতে পারেননি তারা।দীর্ঘদিনের বন্ধুত্বকে সম্পর্কে রূপ দিচ্ছেন মমিনুল। এখন থেকে পাঁচ বছর আগে ঘটনা চক্রে পরিচয় হয় এক হবু স্ত্রী ফারিহার। তখন হয়ত ক্লাশ নাইন বা টেনে পড়তেন ফারিহা। প্রথম দেখাতেই তাকে ভালো লাগে মুমিনুলের। সেই থেকেই চলছে তাদের বন্ধুত্ব।

    ২০১৮ সালের আগস্টে বাগদান সম্পন্ন হয় মুমিনুল-ফারিহার।মিরপুর ডিওএইচএসের বাসিন্দা ফারিহা বাশারের বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।কক্সবাজারে জন্ম নেয়া মুমিনুল হকের আন্তর্জাতিক ক্রিকেটে ২০১২ সালের মার্চে অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ২৭ টেস্টে ৬ সেঞ্চুরি এবং ১২ ফিফটিতে ৪৬.৮২ গড়ে দুই হাজার ১৫৪ রান করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ২৬ ম্যাচে করেছেন ৫৪৩ রান।মুমিনুলই বাংলাদেশ দেশের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টের দুই ইনিংসে পরপর সেঞ্চুরি করেন।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !