পান দোকানদার পূর্ণিমা!
ঢাকাই চলচ্চিত্রের অনন্য সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তার রূপের কথা বলতে গেলে হয়তো কমই বলা হবে। কারণ এখনও এই নায়িকা যেভাবে তার দ্যুতি ছড়াচ্ছেন তাতে ঈর্ষান্বিত অনেকেই। তার রূপ যেন দিন দিন বেড়েই চলেছে। দেখে মনে হয়, বয়স তার বাড়ছে বরং কমছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রূপেই দেখা মিলছে তার। এবার তাকে পাওয়া গেল পানের দোকানদার হিসেবে। দোকানে বসে পান বিক্রি করছেন।সম্প্রতি জামালপুরে একটি প্রোগ্রাম শেষে ঢাকা ফেরার সময় যাত্রা পথে কিছুটা বিরতি নিতে গিয়ে এমন মজা করেন পূর্ণিমা। আর সেই ধারণকৃত ভিডিওটি পূর্ণিমা তার ফেসবুকে শেয়ার দেন। সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার দেওয়ার ফলে সেটি ভাইরাল হয়ে যায়। পোস্ট করা ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন।
ভিডিওতে শুধু পূর্ণিমাই নন, দেখা মিলেছে নায়ক ফেরদৌস ও নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগকে। তারা একসঙ্গে মজা করেই ভিডিওটি তৈরি করেন। এদিকে পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ এর মাধ্যমে দীর্ঘদিন পর কাজে ফিরেছেন পূর্ণিমা । সিনেমাটি পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এ ছবিতে পূর্ণিমার চরিত্রের নাম মোহনা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.