সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    বায়ু পরিশোধনকারী বাইসাইকেল

    বায়ু পরিশোধনকারী বাইসাইকেল

    বিশ্বব্যাপী শহরগুলোতে বায়ু দূষণ খুব বড় সমস্য হয়ে উঠেছে। দূষিত বায়ু মানবদেহের জন্য ব্যাপক হুমকির কারণ। ধরুন আপনি বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এবং সাইকেলে এমন একটি যন্ত্র লাগানো রয়েছে যার ফলে দূষণমুক্ত বাতাস এসে পড়ছে আপনার মুখে।এমনই এক ধরনের যন্ত্রযুক্ত বাইসাইকেল আবিষ্কার করেছে ভিয়েতনামের এক দল শিক্ষার্থী। এ সাইকেল বায়ু পরিশোধন করতে পারে। বিবিসি মনিটরিংয়ের প্রতিবেদনে তাদের গল্প উঠে এসেছে।ভিয়েতনামের দ্য লাত শহরে মেধাবীদের জন্য বিশেষ একটি স্কুলের নাম থাং লং গিফটেড হাই স্কুল। সেই স্কুলের শিক্ষার্থী তিন বন্ধু ৬ মাস ধরে পরীক্ষা চালিয়ে বিশেষ একটি বায়ু পরিশোধনকারী যন্ত্র বসানো বাইসাইকেল তৈরি করেছে।

    যন্ত্রটি বাইসাইকেলের হাতলে বসানো থাকে। পরিশোধনকারী যন্ত্রটিতে রয়েছে তিন পরতের তুলা আর কার্বন শুষে নেয় এমন এক ধরনের কাপড় যার নাম অ্যাক্টিভেটেড কার্বন ফেব্রিক। এ দুটি বস্তুর কাজ হল ধুলা আটকানো। এ যন্ত্রটিতে একটি ব্যাটারিও রয়েছে।

    কিভাবে কাজ করে এটি বাইসাইকেলের সামনের চাকার দু’পাশে ছোট কয়েকটি পাখা বসানো থাকে। যার সঙ্গে সংযোগ রয়েছে ফিল্টার বা বায়ু পরিশোধনকারী যন্ত্রটির। সাইকেলটি যখন চলতে থাকে তখন চালকের মুখে পরিশোধন করা বায়ু ছুড়ে দেয় এগুলো।

    পরীক্ষায় দেখা গেছে, যন্ত্রটির ধুলো আটকানোর ক্ষমতা ৮৬ শতাংশ। আর নাইট্রোজেন অক্সাইড কমানোর হার ৬৩ শতাংশ। তবে এটিই প্রথম এমন বাইসাইকেল নায়। ডাচ্ একজন গবেষকও একই ধরনের বাইসাইকেলের নকশা নিয়ে কাজ করছেন। সেটি অবশ্য চালকের মুখে নয়, চালকের আশপাশে পরিশোধিত বায়ু ছুড়ে দেয়। সূত্র : বিবিসি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !