মসজিদে প্রাণঘাতী হামলায় শ্বেত খ্রীষ্টান জঙ্গির বিরুদ্ধে ৫০ হত্যা মামলা
ক্রাইস্টচার্চের দুটি মসজিদে এলোপাতাড়ি গুলি চালিয়ে অর্ধশত মুসল্লিকে হত্যাকারী অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদী যুবক ব্রেনটন হ্যারিসন ট্যারেন্টকে ৫০টি হত্যা মামলার মুখোমুখি হতে হবে। এ ছাড়া আরও ৩৯টি হত্যাচেষ্টার মামলাও থাকছে তার বিরুদ্ধে।বৃহস্পতিবার পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।
এর আগে ওই শ্বেতাঙ্গ জঙ্গির বিরুদ্ধে একটি হত্যার মামলা করা হয়েছিল। আগামীকাল শুক্রবার তাকে ফের আদালত হাজির করা হবে।এসব মামলা বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান এটি গণহত্যা ও সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন।এদিকে অস্ট্রেলিয়ায় নতুন প্রণয়ন করা একটি আইনে বলা হয়েছে, উগ্রপন্থীদের আধেয়গুলো যদি দ্রুত অপসারণ করতে ব্যর্থ হন, তবে সামাজিকমাধ্যমের নির্বাহীদের কারাগারে যেতে হবে।ক্রাইস্টচার্চের মসজিদে হামলার সময় হেলমেটে বসানো ক্যামেরা দিয়ে এ হত্যাকাণ্ড সরাসরি সামাজিকমাধ্যমে সম্প্রচার করেছিল হত্যাকারী যুবক।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.