Thursday, March 13.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

ঘুম রঙ্গ

relation

ঘুম ছাড়া লাইফ তো অচলই, জীবনও চলে না। প্রাত্যহিক অনুষঙ্গ ঘুমকে ঘিরেই এই লেখা।
বস : মন্টু সাহেব, আপনি তো অফিসে এসে শুধুই ঘুমান।
কর্মচারী : না স্যার, মাঝেমধ্যে আপনি দেখে ফেলায় জেগে উঠতে হয়।
লাল্টু : তুই কি এমন কাজ চোখ বন্ধ করে করিস, যেটা আমি চোখ খোলা রেখে করতে পারব না?
নান্টু : চোখ খোলা রেখে ঘুমাতে পারবি?
প্রথম ব্যক্তি : দুনিয়ায় একটিমাত্র কাজ আছে, যেটি আপনি চোখ খোলা রেখে করতে পারবেন না।
দ্বিতীয় ব্যক্তি : কী সেটা?
প্রথম ব্যক্তি : ঘুম।
ডাক্তার : আপনার সমস্যাটা খুলে বলুন?
রোগী : সমস্যা জটিল ডাক্তার সাব, ঘুমাইলে চোখে দেখি না।
প্রথম বন্ধু : ঘুমের কারণে তোর চাকরি চলে গেছে?
দ্বিতীয় বন্ধু : হ্যাঁ রে, ঘুমটা যে অফিসে দিয়েছিলাম।
প্রথম ব্যক্তি : ‘ঘুমদিন’ আবার কী?
দ্বিতীয় ব্যক্তি : যেদিন অফিস বন্ধ থাকে আর সকালে ঘুম থেকে উঠতে হয় না।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1