Monday, March 3.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

বেতন বাড়াতে চাইলে......

বেতন বাড়াতে চাআপনার হাতের তালু ঘেমে যাচ্ছে, হৃৎপিন্ড দৌড়াচ্ছে, গলা এমনভাবে শুকিয়ে আসছে যেন ঢোক গিলতে ব্যথা করছে, তাও শুধু কথাটি বলার জন্য যে, “আমার বেতন বাড়ানো প্রয়োজন” । আমরা সবাই কম বেশি এরকম পরিস্থিতির শিকার হয়েছি। জানি প্রদেয় টাকার চেয়ে বেশি বেতন চাওয়া কতটা স্নায়ুবিক যুদ্ধের শামিল। নিজের অবস্থান সুসংহত করতে এবং বেতন বৃদ্ধিও জন্য রইলো কিছু পরামর্শ-
images

বিধি মোতাবেক বেতন বৃদ্ধিঃ
এক সময় ছিল যখন কোন প্রতিষ্ঠানে টানা কয়েক বছর চাকরি করলে বেতন বৃদ্ধি অনেকটা স্বাভাবিক ছিল, আর এখন কেবল আপনার অতিরিক্ত কাজের বিনিময়ে অতিরিক্ত পারিশ্রমিক প্রদেয় হতে পারি। আপনার বসকে দেখান আপনি কতটা করছেন প্রতিষ্ঠানের উৎত্থানের জন্য এবং কতটা অর্জিত হচ্ছে ও আপনি কতটা ওই উন্নতির অংশীদার, যার পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধি এখন সময়ের দাবি। যদি কাজ ও দায়িত্ব অনুপাতে বেতন পরিমিত হয় এবং আপনি যদি এতটাই দামি হন, তাহলে আজই বেতন বৃদ্ধির জন্য আবেদন করুন।
উত্তরটা হ্যাঁও হতে পারেঃ
সত্যি এটা খুব হৃদয় বিদায়ক যকন আপনি সরাসারি কোনো নাবোধক উত্তর পান বেতন বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে। কেন বস আপনার আবেদন বাতিল করে দিলেন তা বের করার চেষ্টা করুন। সম্পর্ক ভাল হলে সরাসরি জিজ্ঞাসা করুন আপনি কি করলে “না” উত্তরটা “হ্যাঁ” হতে পারে। এই না উত্তরটাকে হৃদয়ঙ্গম না করে তার পরিবর্তে একটা খোলামেলা আলোচনা করুন বসের সঙ্গে। জানান আপনার  সমস্যা।
নিজেকে হাসির পাত্র বানাবেন নাঃ
ফোন করে বা অফিসে পা দিয়েই বেতন বৃদ্ধির আবেদন করাটা সমীচীন নয়, এরকম বাচ্চাসুলভ কাজ চাকরি ক্ষেত্রে মানায় না। বাস্তবিক জীবনে ভাগ্য সাহসীদের সহায়তা করে, এটা এক অর্থে ঠিক। আপনি যদি সেই ভাগ্যের সহায়তা নিতে চান তাহলে সাহস নিয়ে এগিয়ে যান। নিজের স্নায়ুর বল বাড়ান এবং ওই সব প্রশ্নবাণে জর্জরিত করুন, কেন বেতন বৃদ্ধি প্রয়োজন? বললে, এর উত্তর কি হবে। আগে থেকেই প্রস্তুতি নিতে ভেবে বের করুন, কোন কোন ক্ষেত্রে আপনার বস বিরোধিতা করতে পারেন এবং বাধাগুলো আদৌও যৌক্তিক কিনা, আর এগুলো এড়ানোর উপায় কি? যত ভাল প্রস্তুতি নিবেন ততো ভালো, তবে একটি নির্দিষ্ট সময় সীমা বেঁধে নিন। এমন যেন  না হয় যে বছরের পর বছর শুধু প্রস্তুতিই নিয়ে গেলেন আর আলোচনা করা আর হলো না।
বেতন বাড়াতে চাইলে......ইলে......

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1