ইমরান খানের বাসভবনের কাছ থেকে বিমান বিধ্বংসী অস্ত্র উদ্ধার
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বানিগালায় অবস্থিত বাসভবনের কাছে একটি জমিতে মজুদ অবস্থায় দেড় ডজন বিমান বিধ্বংসী গোলা উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা, কি উদ্দেশ্যে এগুলো জমা রেখেছিল তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে।পুলিশ বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা ওই অস্ত্রগুলোর মজুদ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে একটি টহল দল পাঠানো হয় ঘটনাস্থলে। পুলিশ ওই এলাকা ঘেরাও করে রেখেছে। মোতায়েনকৃত টিমের মধ্যে রয়েছে কাউন্টার টেরোরিজম ফোর্স, ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি ও বোম্ব ডিসপোজাল স্কোয়াড। তারা অভিযান চালিয়ে বিমান বিধ্বংসী বন্ধুকের ১৮টি বুলেটও উদ্ধার করেছে। এসব বুলেট ৩০ মিলিমিটার দীর্ঘ। রং নষ্ট হয়ে গেছে। পুলিশ ধারণা করছে, এগুলো পুরনো।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ঘটনাটি যেহেতু প্রধানমন্ত্রীর বেসরকারি বাসভবনের কাছের তাই তল্লাশি ও চিরোনি অভিযান শুরু হয়েছে। এর আগে ওই এলাকা স্ক্যানিং করে নিরাপদ ঘোষণা করা হয়েছিল। তাই ঘটনা দেখে মনে হচ্ছে, কেউ গত কয়েকদিনে এসব গোলাবারুদ সেখানে মজুদ করেছিল
সূত্র-ডন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.