নুসরাতের মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় জিডি
আগুনে ঝলসে দেয়া ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর ঘটনায় শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে নুসরাতদের আত্মীয় মোহাম্মদ আলী এই জিডিটি (জিডি নম্বর-৬০২) করেন।শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই জাহাঙ্গীর আলম জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নুসরাতের সুরতহাল করবে পুলিশ এবং হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
এদিকে, ময়নাতদন্তের জন্য নুসরাত জাহান রাফির লাশ হিমঘর থেকে বের করা হয়েছে।প্রসঙ্গত, শনিবার (৬ এপ্রিল) সকালে ফেনীর সোনাগাজীতে পরীক্ষা কেন্দ্রের ভেতর নুসরাতের (১৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। সোনাগাজী পৌর এলাকার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। নুসরাত ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন।
আগুনে হত্যাচেষ্টার পর নুসরাতকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢামেকে নিয়ে আসা হয়। তার চিকিৎসায় গঠিত হয় মেডিকেল বোর্ড। সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.