ইকুয়েডর দূতাবাস থেকে বের করে দেয়া হবে অ্যাসাঞ্জকে
লন্ডনে ইকুয়েডরের দূতাবাস থেকে যে কোনো সময় বের করে দেয়া হবে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে।অ্যাসাঞ্জকে গ্রেফতার করতে ইকুয়েডরের সঙ্গে যুক্তরাজ্যের একটি চুক্তি হয়েছে বলে শুক্রবার উইকিলিকসের একটি টুইটে বলা হয়।ওই টুইটে বলা হয়, ইকুয়েডরের একজন শীর্ষপর্যায়ের কর্মকর্তা উইকিলিকসকে বলেছেন, আইএনএ পেপারস অফশোর স্ক্যান্ডালকে কেন্দ্র করে জুলিয়ান অ্যাসাঞ্জকে যে কোনো সময় দূতাবাস থেকে বের করে দেয়া হবে।
গত সাত বছর ধরে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের লন্ডন দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ।যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের বিচারের প্রস্তুতি চলছে। মার্কিন সামরিক বাহিনীর লাখ লাখ গোপনীয় নথিসহ অন্যান্য তথ্য প্রকাশ করে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছিল উইকিলিকস।
যৌন হয়রানি মামলায় সুইডেনের প্রত্যর্পণের আশঙ্কায় ২০১২ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন অ্যাসাঞ্জ।দিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাসাঞ্জকে ধরিয়ে দেয়ার বিনিময়ে ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো যুক্তরাষ্ট্রের কাছে ঋণ মওকুফ চেয়েছেন।প্রেসিডেন্ট মোরেনো গত মঙ্গলবার স্থানীয় একটি রেডিওতে দেয়া সাক্ষাতকারে বলেন, অ্যাসাঞ্জ লন্ডনে তাদের দূতাবাসে অবস্থানের সময় বারবার তাকে আশ্রয় দানের শর্ত লঙ্ঘন করেছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.