Friday, July 18.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

মার্কিন বোমারু বিমান ভূপাতিত করল তালেবান!

f-16i-block-52-sufa-1

আফগানিস্তানের তালেবান মার্কিন বিমান বি-৫২ ভূপাতিত করেছে। দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানের শাওয়ারাব বিমান ঘাঁটি থেকে ওড়ার সময়ে এ বিমানকে ভূপাতিত করার খবর দিয়েছে সিরিয়ার নিউজ সাইট মুরাসেলন।ঘাঁটিটি হেলমান্দ প্রদেশের ওয়াশিরের লার এলাকায় অবস্থিত। তালেবানের এক মুখপাত্রের বরাত দিয়ে খবরটি প্রচার করা হয়েছে।ভারি অস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়ে সব আরোহী নিহত হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। অবশ্য খবরে আরোহীর সংখ্যা জানানো হয়নি। এছাড়া, মার্কিন বাহিনী এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।১৯৫০’এর দশক থেকে মার্কিন বিমান বাহিনী নিয়মিত বি-৫২ বোমারু বিমান ব্যবহার করছে। ৩২ হাজার কিলোগ্রাম অস্ত্র বহনে সক্ষম এ বিমান উড়ন্ত অবস্থায় জ্বালানি তেল না নিয়েই টানা ১৪,০৮০ কিলোমিটার পাড়ি দিতে পারে। ২০৫০ সাল পর্যন্ত বি-৫২ ব্যবহার মার্কিন সন্ত্রাসী বাহিনী অব্যাহত রাখবে বলে ধারণা করা হয়।

এদিকে, চলতি মাসের ৮ তারিখে গাড়ি বোমার হামলায় চার মার্কিন সেনা নিহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির কাছে মার্কিন সেনা বহরে এ হামলা চালানো হয়েছিল।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1