সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    খাশোগির সন্তানদের সঙ্গে সৌদি সরকারের আর্থিক লেনদেন

    খাশোগির সন্তানদের সঙ্গে সৌদি সরকারের আর্থিক লেনদেন

    সৌদি আরবের নিহত সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের সৌদি কর্তৃপক্ষ মাল্টিমিলিয়ন ডলার মূল্যের বাড়ি দিয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ তাদের প্রতি মাসে কয়েক হাজার ডলারও দিচ্ছে। সৌদি সরকারের কট্টর সমালোচক খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যার পর তার দেহ কেটে টুকরো টুকরো করা হয়। রিয়াদ থেকে ১৫ সদস্যের একটি দল সেখানে গিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। তার লাশ এখনো উদ্ধার করা যায়নি।

    ওয়াশিংটন পোস্ট জানায়, ‘খাশোগির পরিবারে সঙ্গে সৌদি সরকারের সমঝোতায় পৌঁছানোর অংশ হিসেবে’ তার দুই ছেলে ও দুই মেয়েকে এই অর্থ দেয়া হচ্ছে।পত্রিকাটি আরও জানায়, বন্দর নগরী জেদ্দায় খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলার মূল্যের বাড়ি দেয়া হয়েছে।খাশোগির বড় ছেলে সালেহ সৌদি আরবেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যান্য সন্তানদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের বাস করছেন তারা সৌদি আরবে তাদের বাড়ি বিক্রি করে দেবেন বলে ধারণা করা হচ্ছে।প্রতিবেদনে বলা হয়, খাশোগির সন্তানরা প্রতি মাসে ১০ হাজার ডলার বা এককালীন প্রত্যেকে এক কোটি ডলার করে পেতে পারেন।

    সৌদি আরব প্রাথমিকভাবে জানায়, এই হত্যার ব্যাপারে তারা কিছুই জানে না। তবে পরে স্বীকার করে যে দুর্বৃত্ত এজেন্টরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।সৌদি আরবের রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই হত্যাকাণ্ডের ঘটনায় ১১ জনের বিরুদ্ধ অভিযোগ গঠন করেছে।

     সূত্র- এনডিটিভি

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !