সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    হাসতে নেই মানা



    * জোকস-১
    স্ত্রী থাপ্পড় দিয়ে স্বামীর গালে বসে থাকা একটা মশা মারলো। স্বামী রেগে গিয়ে বললো-
    স্বামী: কী ব্যাপার, থাপ্পড় মারলে কেন?
    স্ত্রী: আমি বেঁচে থাকতে অন্য কেউ তোমার রক্ত খাবে, এটা আমার পছন্দ না!
    * জোকস-২
    এক রোগী ডাক্তারের কাছে এল-
    চিকিৎসক: বলেন, কী সমস্যা আপনার?
    রোগী: আমার পা নীল হয়ে গেছে।
    চিকিৎসা: সমস্যা তো সিরিয়াস! পায়ে বিষের সংক্রমণ হয়েছে, পা কেটে ফেলতে হবে।
    আসল পা কেটে প্লাস্টিকের পা লাগানোর পর-
    রোগী: প্লাস্টিকের পা-ও নীল হয়ে গেছে!
    চিকিৎসক: এখন আপনার রোগ বুঝতে পারলাম। আসলে আপনার জিন্সের প্যান্টের রং ওঠে!
    * জোকস-৩
    স্বামী: হ্যালো, তুমি কই?
    স্ত্রী: বাসায়।
    স্বামী: ঠিক তো?
    স্ত্রী: হ্যাঁ!
    স্বামী: ব্লেন্ডার অন করো।
    স্ত্রী ব্লেন্ডার অন করলো। স্বামী: ওকে ডার্লিং, লাভ ইউ।
    অন্য একদিন-
    স্বামী: হ্যালো, তুমি কই?
    স্ত্রী: বাসায় জানু।
    স্বামী: ঠিক তো?
    স্ত্রী: হ্যাঁ! ঠিক।
    স্বামী: ব্লেন্ডার অন করো।
    স্ত্রী ব্লেন্ডার অন করলো। স্বামী: ওকে জানু, লাভ ইউ।
    এর পরদিন স্বামী হঠাৎ করে না জানিয়ে বাসায় এলো। এসে দেখে বাসায় শুধু তাদের ছেলে। সে ছেলেকে জিজ্ঞেস করলো-
    বাবা: তোমার মা কোথায়? ছেলে: আমি জানি না। মা ব্লেন্ডার নিয়ে বাইরে গেছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !