সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ‘সুইট সিক্সটিন'-এ প্রেমিকার চরিত্রে দিলারা জামান!

    ‘সুইট সিক্সটিন'-এ প্রেমিকার চরিত্রে দিলারা জামান!

    'সুইট সিক্সটিন' নামে একটি নাটকে ইরফান সাজ্জাদের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন খ্যাতনামা অভিনেত্রী দিলারা জামান। টিকলি মাহমুদের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাহাত মাহমুদ। নাটকে দিলারা জামান হাজির হচ্ছেন ইরফানের ১৬ বছর বয়সী গার্লফ্রেন্ড হয়ে। ফেসবুকে দিলারা জামানের সাথে নিজের একটি ছবি পোস্ট করে ইরফান লিখেছেন, আমার সুইট সিক্সটিন গার্লফ্রেন্ড।

    ‘সুইট সিক্সটিন' প্রসঙ্গে দিলারা জামান বলেন, বয়স এখন ৭৬। এই বয়সেও নির্মাতারা আমাকে নিয়ে ভাবেন, এজন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমাদের এখানে সচরাচর এই চর্চাটা নেই বললেই চলে। বয়স হলেই পর্দা থেকে অভিনয় শিল্পীরা হারিয়ে যান। নির্মাতাদের চাওয়ায়, নিজেকে নতুন করে তৈরি করে যাচ্ছি। এটি সত্যিই আমার জন্য আনন্দের। এই নাটকে কিছুটা হলেও এর আঁচ পাওয়া যাবে।



    ‘সুইট সিক্সটিন’ নাটকের গল্পে দেখা যাবে, নিজেকে সবসময় ১৬ বছরের কিশোরী ভাবেন দিলারা জামান। চাল-চলনে, কথা-বার্তায় ও রূপচর্চাতেও সেই ছাপ লক্ষ্য করা যায়।নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, জারা মিতু প্রমুখ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !