সেমির টিকিট পেল লিভারপুল
ম্যানসিটির বিদায়ের রাতে ইউসিএলের সেমির টিকিট পেয়ে গেছে আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল। দ্বিতীয় পর্বের ম্যাচে পোর্তোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে অল রেডরা। দুই পর্ব মিলিয়ে ৬-১'এ এগিয়ে ইয়ুর্গেন ক্লপ বাহিনী।নিজেদের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে এক পা দিয়েই রেখেছিলো লিভারপুল। ফিরতি দেখায় দ্রাগাও স্টেডিয়ামে একটু নির্ভারই ছিলেন ইয়ুর্গেন ক্লপ। যদিও, ম্যাচ কৌশল ও পরিকল্পনায় কোন কমতি রাখেন নি তিনি।ম্যাচের শুরুতে অবশ্য আধিপত্য ছিলোনা অল রেডদের। স্বাগতিক তকমা গায়ে লাগিয়ে দুর্দান্তভাবে খেলে যাচ্ছিলেন পোর্তোর ফুটবলাররা। তাদের একের পর এক আক্রমণে নাস্তানাবুদ হয়ে পড়ে লিভারপুল ডিফেন্স লাইন। যদিও, ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলে দেখা পায়নি কনসিকাও শিষ্যরা।
সময় গড়াতেই ধীরে ধীরে ম্যাচের গতি বদলে দেয় ক্লপ বাহিনী। মাঝ মাঠের নিয়ন্ত্রণ নেয় মিলনার-আরনল্ডরা। ফল আসতেও দেরি হয়নি, ২৬ মিনিটেই প্রথমবারের মতো এগিয়ে যায় অতিথিরা। মোহাম্মদ সালাহর বাড়ানো বল থেকে স্কোর করেন সাদিও মানে। ভিএআর'ও বদলাতে পারেনি পোর্তো'র ভাগ্য।এগিয়ে থেকে বিরতিতে গেলেও, ফিরে এসে আক্রমণের ধার আরো বাড়ায় ইংলিশরা। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। আরনল্ডের কাছ থেকে বল পেয়ে নিঁখুত শতে পরাস্ত করেন ইকার ক্যাসিয়াসকে।তবে, তিন মিনিট বাদেই এক গোল ফিরিয়ে দেয় পোর্তো। ব্রাজিলিয়ান এডের মিলিতাও ব্যবধান কমান দলের হয়ে।
গোল খেয়ে যেনো আরো বাঁধনহারা হয়ে পরে লিভারপুল। ছোট ছোট পাসের সঙ্গে, পায়ের কারিকুরিতে মুগ্ধ করেন অল রেড ফুটবলাররা। সেই সুযোগেই ৭৭ মিনিটে হেন্ডারসনের ক্রস থেকে দলের হয়ে তৃতীয় গোল করেন রবার্তো ফিরমিনো।এ গোলের পর একেবারেই নিস্তেজ হয়ে যায় পোর্তো। অগোছালো আক্রমণে সময় নষ্ট করতে থাকে তারা। এর মাঝেই ৮৪ মিনিটে ৪র্থ গোল করে বসে লিভারপুল। তিন ফরোয়ার্ডের পর এবার স্কোরশিটে নাম লেখান ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক।দুই লেগ মিলিয়ে ৬-১'এর দাপুটে জয়ে সেমি ফাইনালে উঠলো লিভারপুল। সেখানে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে দেয়া স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.