কেন ভারতকে ‘মিথ্যাবাদী’ বলছে পাকিস্তান?
ভারতকে মিথ্যাবাদী প্রমাণ করতে চাচ্ছে পাকিস্তান। ভারতীয় বিমান বাহিনীর প্রমাণ দেওয়ার পরও পাকিস্তানের তরফে ফের দাবি করা হল যে ধ্বংস করা হয়নি F-16.গত সোমবার র্যাডার ইমেজ প্রকাশ করে ভারতীয় বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল দেখান কীভাবে ভারতের দিকে এগিয়ে আসছিল পাকিস্তানি বিমান। এরপরই পাকিস্তানি সেনার মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর ট্যুইটে লেখেন, ‘বারবার বললেও মিথ্যাটা সত্যি হয়ে যাবে না।’
তার দাবি, ভারত F-16 ধ্বংস করার দাবি জানালেও এখনও পর্যন্ত ধ্বংসাবশেষের ছবি দেখাতে পারেনি। তবে ভারতীয় বিমান বাহিনী আগেই জানিয়েছিল যে, ভারত F-16 ধ্বংস করলেও সেই ধ্বংসাবশেষ গিয়ে পড়েছিল পাক অধিকৃত কাশ্মীরে। তাই সেই ছবি ভারতের হাতে আসেনি।মেজর জেনারেল আসিফ গফুর লিখেছেন, পাকিস্তানের নিস্তব্ধতাকে এড়িয়ে যাওয়া উচিৎ নয়। তার দাবি, পাকিস্তানের ভারতের ক্ষতি নিয়ে আমরা ঢোল পেটায়নি ঠিকই, তবে আসলে পাকিস্তানের এয়ার ফোর্স ভারতের দুটি যুদ্ধবিমানকে মিসাইলে ধ্বংস করে।সোমবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, অভি নন্দনই গুলি করে নামিয়েছিল পাকিস্তানের F-16 যুদ্ধবিমান। পাকিস্তানের সব দাবি মিথ্যা প্রমাণ করে এয়ার ফোর্সের তরফে সাফ জানানো হয়েছে যে বায়ুসেনার কাছে F-16 ধ্বংস করার যথেষ্ট প্রমাণ রয়েছে।
ভারতের এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর জানান, ভারতের কাছে রেডিও ট্রান্সমিশনের প্রমাণ আছে, যা থেকে F-16 ধ্বংসের প্রমাণ মিলেছে। তিনিবলেন, উইং কমান্ডার অভি নন্দনই গুলি করে নামিয়েছিল পাকিস্তানের F-16 বিমান। সাংবাদিক বৈঠকে একাধিক ছবিও প্রকাশ করা হয়েছে বায়ুসেনার তরফে।সূত্র বলছে, রেডিও ট্রান্সমিশন কলে রেসপন্স মেলেনি ওই F-16-এর। এয়ার ফোর্স বলছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ৭-৮ কিলোমিটার ভিতরে ওই F-16 গুঁড়িয়ে দেন অভিনন্দন।ভারতের হাতে থাকা উইয়্যারলেসের তথ্য বলছে, পাকিস্তানের ৭ নম্বর নর্দান লাইট ইনফ্যান্টরিতে সেইসময় বলা হচ্ছিল, ‘এটা শত্রু এয়ারক্রাফট। ওদের দু’জন পাইলটকে ধরা হয়েছে।’ ওইদিনই আরও একটা কলে পাকিস্তানি সেনারস বলে, ‘দু’জনের মধ্যে একজন পাইলট আমাদের সঙ্গে আছে আর একজন মুজাহিদীন ব্যাটেলিয়নের সঙ্গে আছে।’
এরপর ভারতীয় বিমান বাহিনী জানতে পারে অভিনন্দনকে ধরে ফেলেছে পাকিস্তানি সেনা। পাকিস্তানি সেনা উইয়্যারলেসে বলে, ‘একজন পাইলটের নাম অভি নন্দন। আরও একজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’ সুতরাং ভারতীয় বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, পাক সেনাই বলেছিল যে দু’জন পাইলট ছিল। অর্থাৎ তাদের মধ্যে একজন যদি অভিনন্দন হন, তাহলে অন্যজন পাকিস্তানের সেই F-16-এর পাইলট।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.