সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    অাজ হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন দালাই লামা!


    বৌদ্ধদের আধ্যাত্মিক নেতা ও তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামা অসুস্থ হয়ে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকের সংক্রমণে ভোগা ৮৩ বছর বয়সী এ নেতা এখন ‘অনেক ভাল বোধ’ করছেন। ফলে শুক্রবার তাকে নয়াদিল্লির হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার তার মুখপাত্র এসব কথা জানান। এ বৌদ্ধ ধর্মগুরুকে মঙ্গলবার ভারতের রাজধানীর ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে তার অপর এক সহকারী জানান, ‘হালকা কাশি’ হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়। তিনি একদিকে তিব্বতীয় আধ্যাত্মিক নেতা এবং অপরদিকে বেইজিংয়ের কাঁটা।দালাই লামার ব্যক্তিগত মুখপাত্র তেনজিন তাকলহা বলেন, ‘দালাই লামার সার্বিক বিশুদ্ধচিত্ততা ও মানসিক অবস্থা খুবই ভাল। এখন চিকিৎসা চলায় তিনি ভাল বোধ করছেন এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’

    তাকলহা আরও বলেন, ‘বৃহস্পতিবার সকালে তিনি তার স্বাভাবিক নিয়ম পালন করেন। তিনি তার নিয়ম অনুযায়ী কিছু ব্যায়াম করেন। মূলত: তিনি সুস্থ হলেও তার ওষুধের কোর্স চলবে।’

    সূত্র-এএফপি

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !