সাদ্দামের আমলের গণকবরের সন্ধান!
ইরাকে তিন দশক আগের দেশটির সাবেক শাসক সাদ্দাম হোসেনের আমলের একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। দেশটির প্রেসিডেন্ট বারহাম সালিহ'র কার্যালয় থেকে জানানো হয়, সামোয়া শহর থেকে প্রায় ১শ' ৭০ কিলোমিটার পশ্চিমে গণকবরটি খুঁজে পাওয়া গেছে।
এতে ২৪ জনের বেশি কুর্দির দেহাবশেষ রয়েছে। সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাহিনীর 'আনফাল' অভিযানের সময় এসব কুর্দিদের হত্যার পর সেখানে কবর দেয়া হতো বলে ধারনা করা হচ্ছে।১৯৮০'র দশকে সাদ্দামের বাথ পার্টির সরকার একের পর এক দেশের উত্তরাঞ্চলে কুর্দি বিরোধী অভিযান চালায়। সেই সময় বিষাক্ত গ্যাস ব্যবহার কোরে অন্তত ১ লাখ ৮০ হাজার মানুষকে হত্যা করা হয়
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.