লিজে নয়, নিজস্ব জনবলেই চলবে রেল
লিজে দিয়ে আর না চালিয়ে রেলওয়ের নিজস্ব জনবল দিয়েই রেল পরিচালনা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। চলমান চুক্তি শেষ হওয়ার পর নতুন করে আর কোনো রেল সার্ভিস লিজ না দেয়ারও সুপারিশ করা হয়। একইসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের শূন্য পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের সুপারিশ করা হয়।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী। এসময় রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এবং নাদিরা ইয়াসমিন জলি বৈঠকে অংশ নেন।
এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অধীনস্থ ভূমি ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়নের জন্য মো. শফিকুল আজম খানকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি এবং রেলপথ মন্ত্রণালয়ের বেহাত হওয়া ভূমি উদ্ধারের জন্য মো. সাইফুজ্জামানকে আহ্বায়ক করে অপর একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া বৈঠকে ইন্দোনেশিয়া থেকে আমদানীকৃত কোচগুলোর অনিয়ম তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য আসাদুজ্জামানান নূরকে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি গঠন করা হয়।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.