বাণী চিরন্তনী
যুগে যুগে মনীষী, পণ্ডিত, দার্শনিকগণ সমাজ, সংস্কৃতি থেকে নিয়ে জীবনঘনিষ্ঠ অনেক বক্তব্য দিয়ে গেছেন, যেগুলোকে আমরা বাণী চিরন্তনী বলে জানি। আজ এমন ক’জন বিখ্যাত ও প্রতিষ্ঠিত ব্যাক্তিত্বের বাণী দেয়া হলো:
* আমি সবসময় নিজেক সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। - উইলিয়াম শেক্সপিয়র
* যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট! - হুমায়ূন আহমেদ
* আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। - এ পি জে আব্দুল কালাম * আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। - রবীন্দ্রনাথ ঠাকুর
* মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন। কেননা দুঃখ-কষ্ট বিপদ আপদ কেবল জীবনেই ভোগ করতে হয় মৃত্যু তা থেকে মুক্তি দেয়। - সক্রেটিস
* আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। - বিল গেটস
* নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। - জ্যাক দেলিল
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.