জোকস
জোকস-১
স্বামী : আচ্ছা, বিয়ের আগে তোমাকে কেউ চুমু খেয়েছিলো?
স্ত্রী : একবার পিকনিকে গিয়েছিলাম। সেখানে আমাকে একা পেয়ে একটা ছেলে ছোরা বের করে বলেছিলো, যদি চুমু না খাও, তাহলে খুন করে ফেলবো!
স্বামী : তারপর তুমি চুমু খেতে দিলে?
স্ত্রী : দেখতেই পাচ্ছো, আমি এখনও বেঁচে আছি।
জোকস-২
থানায় ঢুকেই এক ভদ্রমহিলা রাগে ফেটে পড়লেন-
ভদ্রমহিলা : ইন্সপেক্টর সাহেব, আমি আমার প্রতিবেশীর বিচার চাই। লোকটা একটা আস্ত বেয়াদব এবং ছোটলোক।
ইন্সপেক্টর : কেন? কী করেছে সে?
ভদ্রমহিলা : আমি যখনই তার বাড়িতে উঁকি দিই, দেখি সে-ও উঁকি দিয়ে আছে!
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.