সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    এবার ফরিদপুরে শ্লীলতাহানির শিকার এক স্কুলছাত্রী


    ফরিদপুরের নগরকান্দায় পয়লা বৈশাখের উৎসবে আসার পথে শ্লীলতাহানির শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।জানা যায়, রবিবার সকালে বাংলা নববর্ষ ১৪২৬ সাল বরণ করতে ওই স্কুলছাত্রী ঈশ্বরদী গ্রামের তার বাড়ি থেকে উপজেলা সদরে এসএমএ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্দেশে বের হয়। পরে পথের মধ্যেই তিনি শ্লীলতাহানির শিকার হন।আটক আমজাদ হোসেন মিয়া (১৭) নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউস্টনিয়নের ঈশ্বরদী গ্রামের জালাল মিয়ার ছেলে। 

    নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ বলেন, অষ্টম শ্রেণির এক ছাত্রী পয়লা বৈশাখের উৎসবে অংশ নিতে স্কুলের পোশাক পড়ে বাড়ি থেকে উপজেলা সদরে আসছিল। আসার পথে ঈশ্বরদী সড়কের ওপর মেয়েটিকে জাপটে ধরে শ্লীলতাহানি করে আমজাদ হোসেন। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যগণ এবং মেয়েটির অভিভাবক ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি আমাকে জানায়। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দীর্ঘ সময় উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে আমজাদ হোসেন মিয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় নিয়মিত মামলায় তার (আমজাদ) বিচার করার নির্দেশ দেয়া হয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !