চীনের পথে ভারতের ২ যুদ্ধজাহাজ ‘কলকাতা’ ও ‘শক্তি’
ভারতীয় নৌসেনার দুইটি জাহাজ ‘কলকাতা’ এবং ‘শক্তি’ চীনের নৌবাহিনীর ৭০ তম বর্ষপূর্তিতে অংশগ্রহণ করতে চলেছে। ভারতীয় দূতাবাস গতকাল রবিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে।জানা যায়, চীনে আগামী ২১শে এপ্রিল থেকে ২৬শে এপ্রিল ‘পিপলস লিবারেশন আর্মি’র ৭০তম বর্ষপূর্তিতে চীনা নৌসেনাবাহিনী আয়োজিত ‘ইন্টারনেশ্যাল ফ্লিট রিভিউ’-এ ভারতীয় নৌসেনার দুটি জাহাজ অংশগ্রহণ করবে।
চীনের এই অনুষ্ঠানে ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রী, আইএনএস কলকাতার কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আদিত্য হারা অংশ নেবেন। আইএনএস ‘কলকাতা’ ভারতীয় নৌসেনার কলকাতার শ্রেণির স্টিলথ্ গাইডেড মিসাইল জাহাজের মধ্যে অন্যতম। অন্যদিকে, আইএনএস ‘শক্তি’ একটি মালবাহক এবং ট্যাংকার জাহাজ হিসেবে পরিচিত। এই সমাবেশে ৬০'র বেশি দেশ অংশগ্রহণ করবে।চীনের প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে কর্ণেল ইউ কিয়ান ২৮ মার্চ সংবাদ মাধ্যমকে জানান, ২৩ এপ্রিল পিএলএ নৌসেনাবাহিনীর এই অনুষ্ঠানে ৬০ এরও বেশি দেশ অংশগ্রহণ করতে চলেছে।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.