নারীদের প্রতি আচরণে পরিবর্তন দেখতে চান সালাহ!

নারীদের প্রতি আচরণে পরিবর্তন আনতে মুসলিম বিশ্বকে অনুরোধ জানিয়েছেন মিসরীয় ফুটবল তারকা মোহামেদ সালাহ। বুধবার মার্কিন সাময়িকী টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।চলতি বছরে টাইমসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ২৬ বছর বয়সী এই লিভারপুল ফরওয়ার্ডের নামও রয়েছে। এ ছাড়া এ তালিকায় আছেন ক্রীড়াবিদ টাইগার উডস, লেব্রন জেমস ও নোয়ামি ওসাকা।টাইমসকে সালাহ বলেন, লিঙ্গবৈষম্য দূর করতে তিনি আরও পরিবর্তন দেখতে চান।‘আমাদের সংস্কৃতিতে নারীকে যেভাবে দেখা হচ্ছে, তাতে আরও পরিবর্তন দরকার বলে আমি মনে করি,’ বললেন এ ফুটবলার।তিনি বলেন, নারীদের আগের চেয়ে আমি বেশি সমর্থন করি। তারা এখন নিজেদের যা দিচ্ছে, তার চেয়েও বেশি পাওয়ার অধিকার রাখেন তারা।
মিসরীয় এ ফুটবল তারকা ২০১৭ সালে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হন। লিভারপুলে একটি চমৎকার মৌসুম পার করার পর ২০১৭-১৮ সালে সেরা ইংলিশ ফুটবলার খেলোয়াড় হন তিনি।সালাহ বলেন, আমি একটি স্বাভাবিক জীবনযাপন করি। বেশিরভাগ সময় আমি ঘরে থাকি। বাইরে বের হতে আমার ভালো লাগে না।
সূত্র- আরব নিউজের
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.