সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    নারীদের প্রতি আচরণে পরিবর্তন দেখতে চান সালাহ!

    নারীদের প্রতি আচরণে পরিবর্তন দেখতে চান সালাহ

    নারীদের প্রতি আচরণে পরিবর্তন আনতে মুসলিম বিশ্বকে অনুরোধ জানিয়েছেন মিসরীয় ফুটবল তারকা মোহামেদ সালাহ। বুধবার মার্কিন সাময়িকী টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।চলতি বছরে টাইমসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ২৬ বছর বয়সী এই লিভারপুল ফরওয়ার্ডের নামও রয়েছে। এ ছাড়া এ তালিকায় আছেন ক্রীড়াবিদ টাইগার উডস, লেব্রন জেমস ও নোয়ামি ওসাকা।টাইমসকে সালাহ বলেন, লিঙ্গবৈষম্য দূর করতে তিনি আরও পরিবর্তন দেখতে চান।‘আমাদের সংস্কৃতিতে নারীকে যেভাবে দেখা হচ্ছে, তাতে আরও পরিবর্তন দরকার বলে আমি মনে করি,’ বললেন এ ফুটবলার।তিনি বলেন, নারীদের আগের চেয়ে আমি বেশি সমর্থন করি। তারা এখন নিজেদের যা দিচ্ছে, তার চেয়েও বেশি পাওয়ার অধিকার রাখেন তারা।

    মিসরীয় এ ফুটবল তারকা ২০১৭ সালে আফ্রিকান বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হন। লিভারপুলে একটি চমৎকার মৌসুম পার করার পর ২০১৭-১৮ সালে সেরা ইংলিশ ফুটবলার খেলোয়াড় হন তিনি।সালাহ বলেন, আমি একটি স্বাভাবিক জীবনযাপন করি। বেশিরভাগ সময় আমি ঘরে থাকি। বাইরে বের হতে আমার ভালো লাগে না।

    সূত্র- আরব নিউজের

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !