বাংলা সন, ঋতু জানেন না বর্তমান প্রজন্মের অনেকেই!
জাতি হিসেবে আমাদের যে অহংকারের জায়গাগুলো আছে তার মধ্যে পহেলা বৈশাখ অন্যতম।তবে বর্তমানে ইতিহাস, সংস্কৃতিকে ভুলে তরুণ প্রজন্ম শুধুমাত্র পোশাক-পরিচ্ছেদে ধারণ করেছে, পালন করছে পহেলা বৈশাখকে। আর বাংলা মাস, ঋতু, সন এ প্রাথমিক বিষয়গুলোও থেকে যাচ্ছে তাদের অজানা।বাঙালীর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টিকে উপেক্ষা করে শুধুমাত্র পোশাকে বৈশাখকে ধারণ করলে, এক সময় বদলে যাবে এ পোশাক, তখন কালের আবর্তে হারিয়ে যাবে আমাদের অস্তিত্ব।
এ ভয়াবহতা রোধে এখনই সময় সচেতন হওয়ার। নতুন প্রজন্মের জন্য নির্মাণ করে যেতে হবে নতুন এক বাংলাদেশ। এ দায়িত্ব আমার, আপনার, সকলের।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.