দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

দিনাজপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলু রশিদ জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসটি শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে শহরমুখী একটি ইজিবাইককে ওই বাসটি ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক নিহত হন। পরে দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.