সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ভারতে দ্বিতীয় দফার ভোট বৃহস্পতিবার!

    ভারতে দ্বিতীয় দফার ভোট বৃহস্পতিবার

    প্রস্তুতি শেষ। আগামীকাল বৃহস্পতিবার কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই দফায় দেশজুড়ে ১২ টি রাজ্যের ৯৫ টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে তামিলনাড়ু (৩৮), কর্নাটক (১৪), মহারাষ্ট্র (১০), উত্তর প্রদেশ (০৮), ওড়িষ্যা (৫), অসম (৫), বিহার (৫), পশ্চিমবঙ্গ (৩), ছত্তিশগড় (৩), জম্মু-কাশ্মীর (২), পডুচেরি (১), মনিপুর (১) টি আসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছয়টায় এই প্রতিটি কেন্দ্রেই নির্বাচনী প্রচারণা শেষ হয়। 

    যদিও এদফায় ৯৭ টি আসনের জন্য ভোট নেওয়ার কথা থাকলেও ত্রিপুরা রাজ্যের ‘ত্রিপুরা পূর্ব’ লোকসভা কেন্দ্র এবং তামিলনাড়ুর ‘ভেলোর’ লোকসভা কেন্দ্র দুইটিতে নির্বাচন বাতিল করা হয়েছে। আইন-শৃঙ্খলা জনিত কারণে ত্রিপুরা পূর্ব আসনে আগামী ২৩ এপ্রিল ভোট নেওয়া হবে। অন্যদিকে, ভেলোর কেন্দ্রের ডিএমকে প্রার্থীর কার্যালয় থেকে প্রচুর পরিমান অর্থ উদ্ধারের পর ওই কেন্দ্রেও নির্বাচন স্থগিত রাখা হয়েছে। এদফায় দেশজুড়ে সাড়ে ১৫ কোটিরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোট গ্রহণ কেন্দ্র (পোলিং বুথ) থাকবে দেড় লাখের বেশি। সকাল সাতটা থেকে শুরু হবে নির্বাচন, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। যদিও নিরাপত্তার খাতিরে কোন কোন জায়গায় আরও আগেই শেষ হবে নির্বাচন। এদফায় মোট ১৫০০ এর বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যার মধ্যে ২৭ শতাংশ প্রার্থীই আবার কোটি পতি।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !