সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    মালয়েশিয়ার সৈকতে নামা আরও ৩৭ রোহিঙ্গা আটক

    মালয়েশিয়ায় ৩৭ রোহিঙ্গা আটক

    মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় একটি সমুদ্রসৈকতে আরও ৩৭ জনের একটি দলকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে- আটকরা মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিম।সোমবার একই সৈকতে নামার পর ভোরে সিম্পাং ইমপাট শহরের কাছ থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে- সমুদ্রপথে তাদের পাচার করে এখানে আনা হয়েছে।এর আগে গত মাসের শেষ দিকে একই জায়গা থেকে অভিবাসনপ্রত্যাশী ৩৫ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।সম্প্রতি অনেক রোহিঙ্গা মিয়ানমার ও বাংলাদেশ থেকে নৌকাযোগে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছে। ২০১৫ সালে মানবপাচারের ওপর অভিযান চালানোর পর রোহিঙ্গা গমনের আগের পর্বটি বন্ধ হয়েছিল।রাজ্য পুলিশের প্রধান নুর মুশার মোহাম্মদ বলেন, আমাদের বিশ্বাস তারা অনেক বড় নৌকায় করে এসেছে। তারপর তাদের ছোট নৌকায় করে পৃথক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।মালয়েশীয় কর্মকর্তাদের বিশ্বাস, সোমবার আটক হওয়া এই অভিবাসনপ্রত্যাশীরা মিয়ানমার অথবা বাংলাদেশ থেকে এসেছেন।

    রাজ্য পুলিশপ্রধান বলেন, কোথা থেকে এই নৌকাগুলো আসছে তা বের করতে তদন্ত চালাচ্ছি আমরা। তবে এর সঙ্গে মানবপাচারকারী চক্রগুলো জড়িত বলে সন্দেহ আমাদের।

    সূত্র- রয়টার্স

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !