Thursday, March 13.

সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

হাঁটলেই চার্জ হবে মোবাইল!

image-157646-1553159950

পথে হাঁটতে হাঁটতেই চার্জ হবে মোবাইল ফোন। ১৯ বছর বয়সী দিল্লির মোহক ভাল্লা এবং আনন্দ গঙ্গাধারণ এমনই এক নতুন পদ্ধতির কথা জানিয়েছেন।দুই বন্ধু দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই এমন একটি চার্জার বানানোর পরিকল্পনা করেন। এর পর মাত্র তিন মাসের মধ্যে প্রথম মডেলটি বানিয়ে ফেলেন।

তবে এই মডেলে কিছু সমস্যা রয়েছে। সমস্যা খুঁজে বের করে সেগুলো ঠিক করাও হয়েছে। আর মাত্র বছর দুয়েকের মধ্যেই হাতে আসবে এ চার্জার।এই দুই যুবক জানিয়েছেন, সাধারণ মোবাইল চার্জারের চেয়ে ২০ শতাংশ কম সময়ে চার্জ হবে এই ওয়াকিং চার্জারে।এর ব্যবহার সম্পর্কে তারা জানিয়েছেন, ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকশন পদ্ধতিতে কাজ করে এই যন্ত্র। চার্জারের একটি অংশে থাকবে ডায়নামো, অপর অংশে থাকবে বাফার। এটি রাখা হবে গোড়ালির নিচে।

হাঁটা শুরু করলেই গোড়ালিতে চাপ পড়ে শক্তি উৎপন্ন করবে। সেই শক্তিতে ডায়নামো ঘুরবে আর বৈদ্যুতিক শক্তি উৎপন্ন করবে। এই বিদ্যুৎ থেকেই চার্জ হবে মোবাইল।

No comments

If you have any doubt, please let me know that with your valuable comments.

পৃষ্ঠা

সর্বশেষ খবর

COVID-19 থেকে বাঁচার উপায় !

CovidUpdated1