লিবিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ২১
লিবিয়ার ত্রিপোলিতে সরকারি বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন।কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী গত বৃহস্পতিবার থেকে ত্রিপোলি দখল করতে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী জিএনএর (গভর্নমেন্ট অন ন্যাশনাল অ্যাকর্ড) সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি জানিয়েছেন, রাজধানী ত্রিপোলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হচ্ছে সেনাবাহিনীর।শনিবার পর্যন্ত ২১ জন নিহত ও ২৭ জন আহতের খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
চার দশক লিবিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা কর্নেল গাদ্দাফিকে ২০১১ সালে ক্ষমতাচুত করে হত্যার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে।
সূত্র- আনাদোলু
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.