মূর্তি ভেঙে বিতর্কে সালমান!
দাবাং থ্রি-র শুটিং নিয়ে ফের বিপাকে পড়লেন বলিউড সুপারস্টার সালমান খান। মধ্যপ্রদেশে মান্ডু জেলার ঐতিহাসিক জলমহলে সেট বানিয়ে হচ্ছিল দাবাং-থ্রি-র শুটিং। জানা যাচ্ছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর পক্ষ থেকে দাবাং থ্রি-র টিমকে অবিলম্বে ওই শুটিং সেট সরিয়ে নেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। অভিযোগ, গত শনিবার ছবির নির্মাতাদের কাছে এই নোটিশ পৌঁছলেও তাদের পক্ষ থেকে শুটিং সেট সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।
ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর পক্ষ থেকে যে নোটিশ দাবাং-থ্রি-র টিমকে পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে দেশের প্রাচীন সৌধ ও পুরাতাত্ত্বিক স্থান সংক্রান্ত ১৯৫৮ সালের যে আইন রয়েছে তা মানেনি সালমানের দাবাং-থ্রির টিম। এছাড়া মধ্যপ্রদেশের মহেশ্বর শহরে নর্মদার তীরে একটি দুর্গে শুটিংয়ের সময় নাকি একটি প্রাচীন মূর্তিও ভেঙে যায় বলে অভিযোগ।এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের সংস্কৃতি দফতরের মন্ত্রী বিজয়লক্ষ্মী সাধো গত সোমবারই জানিয়েছেন, যা হয়েছে তা এক্কেবারেই কাম্য নয়, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জি নিউজের খবরে আরও বলা হয়, এর কয়েকদিন আগে মহেশ্বর শহরের নর্মদার পাড়ে শুটিংয়ের সময় সালমান খান ধর্মীয় ভাবাবেগে আঘাত করেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.