বোলাররা আমাকে ভয় পায়, কিন্তু স্বীকার করে না: গেইল
ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল বলেছেন, বিশ্বের তারকা বোলাররাও আমার বিপক্ষে বোলিং করতে ভয় পায়। কিন্তু ক্যামেরার সামনে তারা সেটা বলতে চায় না।বুধবার ইংল্যান্ডের সাউদাম্পটনে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ।ওই ম্যাচের আগে সংবাদমাধ্যমকে গেইল বলেন, ‘ইউনিভার্স বস কী করতে পারে সেটি বোলাররা ভালো করেই জানে। আমি নিশ্চিত তাদের মনের মধ্যে এই ভাবনাটা থাকে—ক্রিকেটে তাদের দেখা সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান।’
ক্যারিবীয় এই ব্যাটিং দানব আরও বলেন, ‘আমার সম্পর্কে বোলারদের জিজ্ঞেস করুন। তারা অবশ্যই বলবে গেইলের বিপক্ষে বল করতে ভীত। তবে ক্যামেরার সামনে তারা কখনই বলতে চাইবে না। আমি এটা বেশ উপভোগ করি। পেসারদের মুখোমুখি হতে সব সময় ভালো লাগে।’
ওয়ানডে ক্রিকেটে ইতিমধ্যে ২৮৯ ম্যাচ খেলে ২৫টি সেঞ্চুরি ও ৫১টি ফিফটির সাহায্যে ১০ হাজার ১৫১ রান করেছেন গেইল। ইংল্যান্ড বিশ্বকাপে খেলেই বিদায় নেয়ার কথা রয়েছে গেইলের।
সূত্র- যুগান্তর
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.