বিশ্বকাপের একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে অজি ম্যানেজমেন্ট
ব্রিসবেনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন দুই অজি তারকা স্মিথ এবং ওয়ার্নার। পাশাপাশি, তাদের সাম্প্রতিক দুর্দান্ত ফর্ম বিশ্বকাপেও অব্যাহত থাকবে বলে মনে করেন অস্ট্রেলিয়ান হার্ড হিটার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।একটা সময় ছিলো যখন বিশ্বকাপ ক্রিকেট মানেই ছিলো অস্ট্রেলিয়ানদের আধিপত্য। ১০-১১টা দল হয়তো খেলতে যেতো আসরগুলোতে, কিন্তু দিন শেষে ট্রফিটা সেই উঠতো অজি কোন কাপ্তানের হাতেই। ২০১১'তে এসে সেই ধারায় ধাক্কা দেয় মাহেন্দ্র সিং ধোনির ভারত। তবে, মাত্র একবারই, ঘরের মাঠে পরের আসরেই আবারো বাজিমাত ক্যাঙারুদের।
ইংল্যান্ড বিশ্বকাপের আগেও তাই যে যতই ফেভারিটের তালিকা করুক, আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিক, অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে কোন তালিকাই যে পূর্ণতা পাবে না, তা জানা আছে চরম নিন্দুকেরও।বিশ্বকাপের আগে তাই নিজেদের প্রস্তুতি নিয়ে বেশ উচ্ছ্বসিত অজি শিবির। তার ওপর এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে স্মিথ-ওয়ার্নারের ফিরে আসা এবং তাদের দুর্দান্ত ফর্ম আশা জাগাচ্ছে হলুদ জার্সিধারীদের। যদিও, আইপিএল ফেরত দুই ক্রিকেটারই কিছুটা অসুস্থ বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।ওয়ার্নার-স্মিথ আসায় যেমন শক্তি বেড়েছে দলের, তেমনি একাদশ সাজাতেও হিমশিম খাচ্ছে অজি ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে নিজেদের সেরা একাদশ নির্ধারণে প্রস্তুতি ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছে তারা। যদিও, কে খেলবে আর কে খেলবে না তা নিয়ে না ভেবে, নিজেদের পারফরম্যান্স নিয়েই বেশি চিন্তিত ক্রিকেটাররা।
ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রফেশনাল ক্রিকেটের এক মূর্ত উদাহরণ। তাই তো সবাই যখন মেতে আছে বিশ্বকাপে, তখন পরবর্তী অ্যাশেজ সিরিজ নিয়েও ভাবতে হচ্ছে তাদের।পহেলা জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ানদের ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.