আফগানিস্তানে ভুলে পুলিশের ওপর হামলা, নিহত ১৭
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ভুল করে চালানো বিমান হামলায় ১৭ পুলিশ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই জন সিনিয়র কর্মকর্তা রয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।শুক্রবার দিবাগত রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশ জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। হেলমান্দের প্রাদেশিক পরিষদের স্পিকার আতাউল্লাহ আফগান বলেছেন, তালেবানের বিরুদ্ধে অভিযানের সময় ভুল করে পুলিশের ওপর বিমান হামলায় ১৭ জন প্রাণ হারিয়েছেন। গতরাতে প্রাদেশিক রাজধানী লস্করগাহ'র কাছাকাছি একটি এলাকায় তালেবান বিরোধী অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর যাওয়াক আট জন পুলিশ নিহত হওয়ার খবর দিয়েছিলেন। তবে আফগান বাহিনী নাকি মার্কিন সেনাদের বিমান হামলায় পুলিশ সদস্যরা নিহত হয়েছেন তা স্পষ্ট করেননি কেউই।এদিকে তালেবানের এক মুখপাত্র কারি ইউসুফ আহমাদি এক বিবৃতিতে বলেছেন, 'তাদের যোদ্ধারা প্রাদেশিক রাজধানী লস্কর গাহের পশ্চিমে বাইরে এক পুলিশ ঘাঁটিতে হামলা চালালে ওই স্থাপনায় হামলা চালায় আমেরিকার বিমান।'
এই বিমান হামলায় ৩৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে আফগান পুলিশের চারজন সিনিয়র কমান্ডার রয়েছে।আফগানিস্তানে সাধারণত মার্কিন সেনারাই বিমান হামলা চালিয়ে থাকে। এর আগেও মার্কিন বিমান হামলায় অনেক সরকারি সেনা ও পুলিশ এবং বেমামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.