"যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত"
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করেছে বিজেপি। তবে নিজের ওপর ওঠা মুসলমান তোষণের অভিযোগকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে মমতা বললেন, ‘‘যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উচিত।’’
একইসঙ্গে আগামী ৩০ মে ইফতারেও হাজির থাকবেন বলে মমতা জানান, ‘আমি কিন্তু ইফতারে যাচ্ছি। আপনারাও আসবেন। আমি তো মুসলমানদের তোষণ করি। ১০০ বার যাব।’
পশ্চিমবঙ্গ রাজ্যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে লোকসভা ভোটে বিজেপি এমন সফলতা পেয়েছে বলে এদিন অভিযোগ করেন মমতা। তার দাবি, হিন্দু-মুসলিম, শিখ-খৃষ্ট্রান ভাগাভাগি মানি না। এই নির্বাচনে যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে, তা যে কোনো কেলেঙ্কারিকে হার মানিয়ে দেবে। দেশটা সবার। উগ্র হিন্দুত্ববাদ, উগ্র মৌলবাদ পছন্দ করি না। আমি উগ্রতার বিরুদ্ধে। প্রত্যেকটা ধর্মকে সহনশীল হওয়া উচিত বলে মনে করি।
তার বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ করা হলেও তিনি পরোয়া করেন না বলে জানিয়ে দেন মমতা। তার কথায়,''এসব আমি বিশ্বাস করি না। মানি না। মেরে ফেলতে পারেন। এটাই আমার চিরকালের স্বভাব। আমার মা বলেছিলেন মমতা যেন মমতাই থাকে। মনে রাখবেন, মমতা মমতাই থাকবে। নিজেকে কোনওদিন বদলাবে না।''
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.