ভারতে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে এনডিএ
লোকসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে বিজেপির জয়ের আভাসের পর দ্বিতীয়বারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিতে শুরু করেছে বিজেপি নেতৃত্বাধীন এন.ডি.এ জোট।আনুষ্ঠানিক ফল ঘোষণার দুই দিন আগে, মঙ্গলবার (২১ মে) রাতে নয়াদিল্লির একটি হোটেলে নতুন সরকার গঠনে করণীয় ঠিক করতে জোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে বিজেপি। বৈঠক শেষে দ্বিতীয়বারের মতো এনডিএ জোট সরকার গঠনের বিষয়ে বিজেপি সভাপতি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাক্ষরিত একটি প্রস্তাব পাস করা হয়। জোটের ৩৬টি শরিক দল এতে উপস্থিত থাকলেও তিনটি দল অংশ নেয়নি।
ওই তিনটি দল লিখিতভাবে সমর্থনের কথা জানিয়েছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং। বিগত ৫ বছরের ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরের জন্য নতুন সরকার গঠনের বিষয়ে সফল আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.