পশ্চিমবঙ্গে লোকসভার এক্সিট পোল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২ আসনের মধ্যে ২৩ আসনে জয় পাওয়ার আশা বিজেপির। অপরদিকে ৪২টি আসনেই জয়ের টার্গেট নিয়েই লড়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু সাত দফার ভোটের শেষের কয়েক ঘণ্টায় ভোটারদের মনোভাব বুঝে চালানো জরিপে রাজ্যের শাসক তৃণমূলের খারাপ ফলের আভাস মিলেছে। তবে সব সমীকরণ মিলবে ২৩ তারিখে। সেদিনই জানা যাবে দিল্লিতে কে আসছে ক্ষমতায়।সোমবার (২০ মে) কলকাতায় বিজেপি দফতরের বাইরে অন্য দিনের তুলনায় মানুষের আনাগোনা ছিল বেশি। বুথ ফেরত জরিপের পরে এখানকার চিত্রটা পাল্টেছে অনেকটাই।
ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ও সমীক্ষক সংস্থার পরিচালিত জরিপ বলছে রাজ্যের ৪২ আসনের ফলাফলে শক্ত অবস্থানে গেরুয়া শিবির। জরিপে ১১ থেকে ১৮ আসন পাওয়ার কথা জানালেও রাজ্য বিজেপি সভাপতি আরও বেশি আসন পাওয়ার আশা জানালেন।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, যা দেখানো হয়েছে এটা চূড়ান্ত ফলাফল নয়। যা দেখানো হয়েছে তার চেয়ে অনেক বেশি আসন আমরা পাবো।তবে কংগ্রেস বলছে, এটা চূড়ান্ত ফলাফল নয়। কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, এক্সিট পোলের ফলাফল চূড়ান্ত নয়। এটা অনেকটা অন্ধকারে ঢিল মারার মত।
এদিকে সমীক্ষা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কলকাতাবাসী।আগামী ২৩ মে সকাল থেকে শুরু হবে সতেরোতম লোকসভা নির্বাচনের ভোটগণনা। সেদিন দুপুরের মধ্যেই ফলাফল জেনে যাবে দেশবাসী।
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.