সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রতিবাদে উত্তাল পাকিস্তান

    ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রতিবাদে উত্তাল পাকিস্তান

    ১০ বছরের এক শিশুকন্যার ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল পাকিস্তানের রাজপথ। ধর্ষকের কঠোর সাজার দাবিতে ইসলামাবাদের রাস্তায় নেমে আসেন প্রতিবাদীরা। বিক্ষোভে শামিল হয় ওই শিশুকন্যার পরিবারও। নিগৃহীতার পরিবারের দাবি, পুলিশ এফআইআর নিতে চায়নি। উল্টে তাদের আপত্তিজনক প্রশ্ন করে ফিরিয়ে দেওয়া হয়। পাকিস্তানি পুলিশের এই ভূমিকা নিয়েই বিক্ষোভ দানা বাঁধে। ধর্ষিতা নাবালিকার পরিবারের সঙ্গে স্থানীয় মানুষজনও নেমে আসেন রাজপথে। এই বিক্ষোভের পরে এফআইআর নিতে বাধ্য হয় পুলিশ। 

    জানা গেছে, দশ বছরের ওই শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নাবালিকার ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে মূল সন্দেহভাজনও রয়েছে।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !