সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    আড়াই মাসের জন্য বন্ধ আশুগঞ্জ সার কারখানার উৎপাদন

    আড়াই মাসের জন্য বন্ধ আশুগঞ্জ সার কারখানার উৎপাদন

    আড়াই মাসের জন্য বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন। রবিবার সকালে কারখানার কুলিং টাওয়ারসহ বিভিন্ন প্লান্টের যন্ত্রাংশের ক্রটি মেরামতের জন্য উৎপাদন বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান। 

    ইতিমধ্যে বিদেশী প্রকৌশলীদের তত্ত্ববধানে সকাল থেকেই মেরামত কাজ শুরু করা হয়েছে। কারখানার মেরামত কাজ শেষ করে আগামী ২৩ জুলাই কারখানার উৎপাদন চালু হতে পারে। বর্তমানে কারখানায় পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া সার মজুদ রয়েছে। যার কারনে কমান্ড এরিয়াভূক্ত জেলায় সার সংকটের সম্ভাবনা নাই বলেও জানান ব্যবস্থাপক পরিচালক হাবিবুর রহমান।

    তিনি জানান, কারখানা বন্ধের কারণে প্রতিদিন ১২শ মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। এর আগে র্দীঘ ৮ বছর পর শনিবার মধ্যরাতে কারখানার লক্ষমাত্রা অর্জিত হয়েছে। চলতি অর্থ বছরের দেড় লক্ষ মেট্রিকটন উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন করেছিল বিসিআইসি কতৃপক্ষ। এতে করে দীর্ঘদিন পর কারখানাটি লোকসানি প্রতিষ্ঠান থেকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। 

    এদিকে, বিসিআইসি কতৃপক্ষের এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন দাবিতে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নামে। উৎপাদন অব্যাহত রাখার দাবিতে শ্রমিক-কর্মচারীরা গেইট মিটিং, অবস্থান কর্মসূচি, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। পরে শ্রমিক-কর্মচারীদের আন্দোলন মেনে নিয়ে লক্ষমাত্রা অর্জিত হওয়ার পর কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কতৃপর্ক্ষ।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !