সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    জীবন নিয়ে শঙ্কিত ছাত্রলীগ নেত্রী শ্রাবনী দিশা, থানায় জিডি

    আমি শ্রমের মূল্য পাইনি, পেয়েছে বিবাহিত নিস্ক্রিয় সামিয়া লাবনীরা

    সম্প্রতি ছাত্রলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি নিয়ে পদবঞ্চিতদের উপর হামলার ঘটনা এবং সমসাময়িক ইস্যুতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ছাত্রলীগ নেত্রী শ্রাবনী দিশা। আজ রাজধানীর শাহবাগ থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের এই সাধারণ সম্পাদক। 

    এতে তিনি উল্লেখ করেছেন, গতকাল (১৮ মে) দুপুর ১টার দিকে রিমা পরিচয়ে তার মুঠোফোনে এক নারী ফোন করেন। সেই রিমা তাকে জানান, শিক্ষা প্রতিমন্ত্রী নওফেল তার সাথে কথা বলতে চান। এরপর অপর এক নম্বর থেকে সেই ব্যক্তি তাকে জানান যে, তার (দিশা) বিষয়ে কথা হয়েছে। 

    জিডিতে দিশা আরো উল্লেখ করেন, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় পরিবাগে মোতালেব প্লাজা সংলগ্ন তার বাসায় যায় রিমা। এরপর রিমা নওফেল পরিচয়দানকারীর সাথে দিশাকে কথা বলিয়ে দেন। এসময় বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় ও হুমকি দেওয়া হয়। ছাত্রলীগের কমিটি ইস্যুতে এ হুমকি হতে পারে বলে তিনি জিডিতে উল্লেখ করেছেন এবং নিজের নিরাপত্তাহীনতার কথা বলেছেন। কিন্তু ওই হুমকিদাতা ব্যক্তি নওফেল নন- এমনটাও জিডিতে উল্লেখ করেছেন শ্রাবনী দিশা।

    এসব কিছু মিলিয়ে অনেকটাই শঙ্কিত দিশা, তাই তার এ জিডি করা। জিডি নম্বর ১২০১ (১৯.৫.১৯), শাহবাগ থানা, ঢাকা। 

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !