সন্তানের জন্য দুধ চুরি: চাকরি পেলেন সেই বাবা

অর্থাভাবে সন্তানের জন্য দুধ চুরি করতে গিয়ে ধরা পড়া সেই বাবাকে চাকরি দিয়েছে সুপারশপ স্বপ্ন। তাকে সোর্সিং এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।রোববার সুপারশপটির পরিচালক সাব্বির নাসির স্বপ্ন'র প্রধান কার্যালয়ে তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।স্বপ্ন'র হেড অব মার্কেটিং তানিম করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে স্বপ্ন'র একটি আউটলেট থেকে দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন এক বেকার বাবা।একপর্যায়ে প্রকৃত ঘটনা জানতে পেরে ওই বাবাকে বাঁচাতে এগিয়ে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম।
ওই ঘটনার বিস্তারিত তুলে ধরে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি, যা পরে ভাইরাল হয়ে যায়।এর পর ঘটনাটি নজরে আসে স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের। পরে তার নির্দেশে সেই বাবা ও সন্তানের দায়িত্ব নেয়ার জন্য পদক্ষেপ নেয় স্বপ্ন কর্তৃপক্ষ।
সূত্র- যুগান্তর
এসব ভাল মানুষ অাছে বলেই অাজ অামরা বাংলাদেশকে সোনার বাংলা বলতে পারি। বেঁচে থাকুক এই ভাল মানুষগুলো, সমৃদ্ধ হউক দেশ।
Bangladeshi Taka Converter
No comments
If you have any doubt, please let me know that with your valuable comments.