সুপার-ঘূর্ণিঝড়-আম্পান!

  • ব্রেকিং নিউস

    গরুর গুঁতোয় পাঁজর ভাঙল বিজেপি এমপির

    লীলাধর বাঘেলা

    গরু নিয়ে মাতামাতির শীর্ষে রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। সেই বিজেপি পার্টিরই এক এমপি রাস্তায় গরুর গুঁতো খেয়ে পাঁজর ভেঙে হাসপাতালে।আহত ওই এমপির নাম লীলাধর বাঘেলা। তিনি গুজরাটপ্রদেশের একটি আসন থেকে নির্বাচিত লোকসভার এমপি।তিনি এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।চিকিৎসকরা জানিয়েছেন, লীলাধরের পাঁজরের দুটি হাড় ভেঙে গেছে। তার মাথায় রক্ত জমাট বেঁধেছে। এই ঘটনার পর গান্ধীনগর পৌরসভা কর্তৃপক্ষ রাস্তায় থাকা ৪৪টি গরু ধরে নিয়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশেই রাস্তার একটি গরুকে রুটি খাওয়াতে গিয়েছিলেন লীলাধর। কিন্তু আচমকাই গরুটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে শিং দিয়ে গুঁতোতে শুরু করে।

    তাকে উদ্ধার করে স্থানীয় গান্ধীনগর বেসামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় অন্য আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

    No comments

    If you have any doubt, please let me know that with your valuable comments.

    পৃষ্ঠা

    সর্বশেষ খবর

    COVID-19 থেকে বাঁচার উপায় !